মহান জাতীয় শোক দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকোলিঃ) এর পক্ষ থেকে সদর দপ্তরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন সহকারে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও অর্ধনির্মিত করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে নিউমার্কেট, খুলনা থেকে র্যালি শুরু হয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গনে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পনের মাধ্যমে শেষ হয়। ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ শফিক উদ্দিন, নির্বাহী পরিচালক (প্রকৌশল) জনাব আবু হাসান , নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনা সার্কেল এর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।