Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০২০

ওজোপাডিকোতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত


প্রকাশন তারিখ : 2020-12-16

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষ্যে সংস্থার আওতাধীন সকল দপ্তর ভবনে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়। সকাল ৮:০০ ঘটিকায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিক উদ্দিন। ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা ভার্চুয়ালি (অনলাইনে) অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি (অনলাইন) সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী, এনার্জি, সিস্টেম কন্টে্রুাল এন্ড সার্ভিসেস। উক্ত ভার্চুয়ালি (অনলাইনে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব মোঃ শফিক উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ এফসিএমএ ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) জনাব মোঃ আবু হাসান। ওজোপাডিকো’র সকল দপ্তর প্রধানসহ কর্মকর্তাগণ ভার্চুয়ালি (অনলাইন) সভায় অংশগ্রহণ করেন। সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোহাম্মদ নাজমুল হুদা। প্রধান অতিথি শুরুতে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি বলেন মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিনিময়ে আর অকুতোভয় মুক্তিযোদ্ধাদের জীবন বাজী রেখে এক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাক হানাদার বাহিনীকে পরাভূত করে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। ২ লক্ষ্যের অধিক মা বোনের পরম ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানচিত্র পৃথিবীর বুকে উজ্জীবিত হয়েছে, তাদের সকলকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং শহিদ মুক্তিযোদ্ধাসহ তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি আরও বলেন অর্জিত এ স্বাধীনতাকে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজোপাডিকো’র বিদ্যুৎ ব্যবস্থাকে আরও ডিজিটালাইজড করে দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে এখন বিদ্যুতের কোন লোড শেডিং নেই তাই মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়াসহ আরও আধুনিক সেবা প্রদান লক্ষ্য নিয়ে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। নিরবচ্ছিন্ন এবং গুনগত মানের বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে এবারের বিজয় মাসে আমাদের স্লোগান হোক ‘অবিরাম বিদ্যুৎ’। বাদ জোহর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ওজোপাডিকো’র সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।