Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০১৮

রূপপুর পারমাণবিক উপকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রীট এর শুভ সূচনা


প্রকাশন তারিখ : 2018-07-19

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপপুর পারমানবিক উপকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রীট ঢালাই কাজের শুভ সূচনা অনুষ্ঠান সাধারন জনগণকে অবহিত করার লক্ষে অফিসার্স ক্লাব এর অডিটোরিয়ামে বড় পর্দায় উপভোগ করার আয়োজন করা হয়। ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ শফিক উদ্দিন, খুলনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ এফসিএমএ, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (প্রকৌশল) ও প্রধান প্রকৌশলী প্রকৌঃ হাসান আলী তালুকদার, প্রধান প্রকৌশলী প্রকৌঃ মোঃ সাবির উদ্দীন, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) জনাব রবীন্দ্রনাথ দত্ত সহ খুলনা সার্কেল এর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক স্বাগত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন যে, আগামী ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুত ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়ন হবে। সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণ যাতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

 

রূপপুর পারমানবিক উপকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রীট ঢালাই কাজের শুভ সূচনা অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো উপস্থিত সকলকে ধন্যবান জ্ঞাপন ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।