ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকোলিঃ) পদ্মার এপারের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার পরিচালন ও উন্নয়নের সংবাদ নিয়ে প্রকাশ করলেন “ওজোপাডিকো বার্তা”। ওজোপাডিকো’র সদর দপ্তর খুলনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালন প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। এছাড়া ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌঃ মোঃ হাসান আলী তালুকদার, নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ সাইফুজ্জামানসহ খুলনা ও যশোর সার্কেলের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্মরনীয় করে রাখার জন্য ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক বিউবোর চেয়ারম্যান মহোদয়কে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।
চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তেব্যে ওজোপাডিকো’র বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন। ওজোপাডিকো যাতে আরও উন্নতি করতে পারে সে লক্ষ্য সকলকে কাজ করার পরামর্শ প্রদান করেন। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সাথে সংগতি রেখে বিতরণ ব্যবস্থা উন্নয়নের উপর তিনি জোর দেন। সিস্টেম লস, গ্রাহক সেবার মান উন্নয়ন ও বকেয়া আদায় ইত্যাদি বিষয় গুরুত্ব দিয়ে তিনি সকলকে অধিক দায়িত্ব নিয়ে কাজ করার অনুরোধ জানান। চেয়ারম্যান মহোদয়ের বিদ্যুৎ ভবন ক্যাম্পাসে একটি কাঠাল গাছও রোপন করেন।