কোভিড-১৯ ভাইরাসজনিত কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীমূলক নির্দেশনা মোতাবেক ভিন্ন আঙ্গিকে পাঠ্য পুস্তক বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃক পরিচালিত খুলনার শেখপাড়াস্থ ওজোপাডিকো হাই স্কুলেও পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২১ এর মাধ্যমে ১লা জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। ১ লা জানুয়ারি উক্ত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন ওজোপাডিকো ‘র মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। অনুষ্ঠানে ওজোপাডিকো’র প্রধান প্রকৌশলী, সিস্টেম কন্ট্রোল এন্ড সার্ভিসেস মোঃ মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব জনাব আবদুল মোতালেব এফসিএমএ, নির্বাহী প্রকৌশলীবৃন্দসহ সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ আবু হাসান, প্রধান প্রকৌশলী, ওএন্ডএম, এসএন্ডডি, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (প্রকৌশল), ওজোপাডিকো ও সভাপতি, ওজোপাডিকো হাইস্কুল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে।