Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২০

নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-09-12

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে অদ্য ১২/০৯/২০২০ তারিখ রোজ শনিবার বিকাল ০৩:৩০ ঘটিকায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওজোপাডিকো নড়াইল এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনজুমান আরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এম,পি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্মার্ট প্রি-পেমেন্ট স্থাপনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন যে বতর্মান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল বিতরন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে  গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং  স্মার্ট প্রি-পেমেন্ট মিটার  এর সুবিধাদি গ্রাহকদের তুলে ধরার জন্য ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন যে নড়াইলে পর্যায়ক্রমে ভু-গর্ভস্থ লাইন স্থাপনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজে সহযোগিতার জন্য তিনি নড়াইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশর কৃতি  ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক জনাব মাশরাফী বিন মোর্ত্তজা,এম.পি., বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব ড. সুলতান আহমেদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিন, জনাব মোঃ সোহরাব হোসেন, চেয়ারম্যান জেলা পরিষদ, নড়াইল, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল, জনাব মোঃ নিজাম উদ্দিন খান নিলু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, নড়াইল, জনাব মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল, জনাব প্রকৌশলী মো: শহীদুল আলম, প্রকল্প পরিচালক, স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প, ওজোপাডিকো ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতিসহ প্রেস ও ইলেকট্রনিক ও প্রিন্টং মিডিয়ার বিভিন্ন শ্রেণীর স্থানীয় সাংবাদিক বৃন্দ। অবশেষে জেলা প্রশাসক জনাব আনজুমান আরা প্রকল্পের বাস্তবায়ন ও সফলতা কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।