গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন এবং মুজিববর্ষের মধ্যেই ওজোপাডিকো এলাকায় শতভাগ অবিরাম বিদ্যুৎ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গ্রাহক সেবা বৃদ্ধি করনের লক্ষ্যে গত ১৬/০১/২০২১ খ্রিঃ হতে ২৪/০১/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত ওজোপাডিকো’র প্রকৌশলীদের ইস্টলেশন, টেস্টিং এন্ড কমিশনিং এর উপর ওজোপাডিকো ট্রেনিং ইনস্টিটিউটে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং এর উপর প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীগন ট্রেনিং ইনস্টিটিউট এর ব্যায়ামাগারে ইন্টারনেট, গ্রন্থাগারের সুবিধা উপভোগ করেন। প্রশিক্ষণ শেষে গত ২৪.০১.২০২১ তারিখ রোজ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ওজোপাডিকো ট্রেনিং ইনস্টিটিউট এর সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউট এর দপ্তর নির্বাহী প্রকৌশলী জনাব মোছাঃ শাহীন আখতার পারভীন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো এবং বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যল কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন যে, কোম্পানিকে নিজের মনে করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গ্রাহক সেবার দিকে খেয়াল করে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে ওজোপাডিকোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যল কোম্পানি লি: এর পরিচালক (অর্থ) জনাব আবদুল মোতালেব এফসিএমএ এবং স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: শহীদুল আলাম।